পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২০ মার্চ: দোলযাত্রার দিন পূর্ব মেদিনীপুরের তমলুক শহরে দুই পক্ষের মধ্যে গন্ডগোল ও হামলার ঘটনায় প্রশাসনের ব্যর্থতার অভিযোগ তুলে তমলুক রাজ ময়দান থেকে হাসপাতাল মোড় পর্যন্ত মিছিল করলেন শুভেন্দু অধিকারী। এরপর সেখানে পথসভা করেন তিনি। একাধিক সাধু-সন্তরা কীর্তন সহযোগে ও দলীয় কর্মী সমর্থকরা এদিনের মিছিলে পা মেলান। উপস্থিত ছিলেন দিব্যেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতা ও কর্মী সমর্থকরা।
হাইকোর্টের নির্দেশ মেনেই ১০০০ সনাতনী হিন্দুদের নিয়ে তমলুকে মিছিল করলেন শুভেন্দু অধিকারী। তমলুকের রাজবাড়ি ময়দান থেকে শহর পরিক্রমা করে মিছিল শেষ হয় তমলুকের হাসপাতাল মোড়ে। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর ডিগ্রি নিয়ে অসম্মান করা প্রসঙ্গে শুভেন্দু বলেন, তিনি কেন বলেছেন অক্সফোর্ড যাবেন? কেন মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলেন, সে নিয়ে প্রশ্ন তোলেন শুভেন্দু অধিকারী। তিনি আরো বলেন, দোলের দিন বিভিন্ন জায়গায় সনাতনীরা আক্রান্ত হয়েছে। মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করতে শপথ নিন, আমরা দেবো ১৬ এবং রাজ্যে অন্তত ১৮০টি আসন ছিনিয়ে নেবো।