পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২০ মার্চ: হোসনাবাদ জলসা কমিটির উদ্যোগে পবিত্র রমজান মাসে ইফতার পার্টির আয়োজন করা হয়। বৃহস্পতিবার বিকেলে ১৯শে রমজানে মেদিনীপুর শহরের নয় মহল্লা জামে ঈদগাহ মসজিদে মুসলিম ধর্মাবলম্বী ছোট থেকে বড় সবাই একসাথে এই ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন।
হোসনাবাদ জলসা কমিটির সদস্য মৌলানা আজহার ও কমিটির সভাপতি সেক আরেফুল জানান, এই হোসনাবাদ জলসা কমিটি ২৩তম বর্ষে পদার্পণ করেছে। এই কমিটির পক্ষ থেকে রক্তদান, বস্ত্র বিতরণ সহ বহু সামাজিক কাজকর্ম করা হয় প্রতিবছর। এছাড়াও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে সারা বছর একাধিক সামাজিক কর্মসূচির মাধ্যমে নিজেদের নিয়োজিত রাখেন কমিটির প্রত্যেক সদস্য। এদিনের এই ইফতার পার্টি ছিলো সম্পূর্ণ অরাজনৈতিক।
এদিনের এই ইফতারে উপস্থিত ছিলেন শাহ আদিল মসজিদের ইমাম মৌলানা আজহার, হোসনাবাদ জলসা কমিটির সভাপতি সেক আরেফুল, সম্পাদক সেক সেমিম সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সকল সদস্যরা।