Jalpaiguri, Vote আমরা দাঁত চেপে লড়াই করছি, জানালেন জলপাইগুড়ি কেন্দ্রের বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার

(ছবি: জয়ন্ত কুমার রায়ের সঙ্গে বিজেপি নেতা শ্যাম প্রসাদ, দলীয় কার্যালয়ে।)

জলপাইগুড়ি : প্রথম দফায় জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ভোট চলছে। মোট ১৯০৪টি বুথে ভোট শুরু হয়েছে। গতকাল সন্ধে থেকে তৃণমূলের অত্যাচার শুরু হয়েছে একাধিক জায়গায় অভিযোগ বিজেপি।

এখনও পর্যন্ত মোট ছয়টি অভিযোগ জানানো হয়েছে নির্বাচন কমিশনকে জানালেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায়। তিনি বলেন, “গতকাল সন্ধে থেকে শুরু হয়েছে তৃণমূলের অত্যাচার ও বাইক বাহিনীর দাপট। রাজগঞ্জে তৃণমূলের বাইক বাহিনীর ৫০ জন বাইক নিয়ে বের হয়েছিলেন। বাহিনী আমাদের কার্যকতার বাড়ি ভাঙ্গচুর করে। মারধর করা হয় আমাদের কর্মীদের। এছাড়া ডাবগ্রাম ফুলবাড়ি এলাকার ভালোবাসা মোড়ের বিজেপি বুথ অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে। সদরের একটি বুথে আমাদের এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছিল না, বহিরাগত বলা হচ্ছিলো। অভিযোগ করার পর ঢুকতে দেওয়া হয়। যে যাই করুক আমরা দাঁত চেপে লড়াই করছি। বুথের কর্মীরা সজাগ রয়েছেন।

এছাড়া ২২৫ নম্বর বুথে কেন্দ্র বাহিনী কম ছিল। অভিযোগ জানালে সেখানে বাহিনী দেওয়া হয়। তৃণমূলের জেলা সভানেত্রী মহুয়া গোপের বাড়ির সামনে ২৩৫ নম্বর বুথে ভোটারদের প্রভাবিত করার জন্য চাল, কাপড় বিলি করা হচ্ছিলো এদিন সকালে। অভিযোগ জানানো হয়েছে। মোট ছয়টি অভিযোগ জানানো হয়েছে এখনও পর্যন্ত নির্বাচন কমিশনকে। রানী নগরে আমাদের বুথের সামনে জোর করে তৃণমূলের ঝান্ডা লাগিয়ে দেওয়া হয়েছিল।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *