Narendra Modi, Vote বাংলা‌ সহ ছয়টি ভাষায় দেশবাসীকে রেকর্ড ভোট দেওয়ার আবেদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আমাদের ভারত, ১৯ এপ্রিল:
দেশ জুড়ে শুরু হয়েছে গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব। প্রথম দফায় মোট ১০২ টি আসনে ভোট গ্রহণ চলছে। ভোট পর্ব শুরু হতেই সোশ্যাল মিডিয়ায় দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটি দুটি নয় ছয়টি ভাষায় সাধারণ মানুষকে ভোট দেওয়ার আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী।

সকলকে রেকর্ড সংখ্যক ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন নরেন্দ্র মোদী। ইংরেজি, হিন্দি, তামিল, মারাঠি, বাংলা ও অসমীয়ার মত মোট ছয়টি ভাষায় নিজের এক্স হ্যান্ডেলে বার্তা পোস্ট করেছেন নরেন্দ্র মোদী‌

সেখানে তাঁর বক্তব্য, ভোটারদের প্রতি আমার আবেদন রেকর্ড সংখ্যক ভোট দিন। বিশেষ করে তরুণ ও প্রথমবারের ভোটদাতারাদের বিপুল সংখ্যায় ভোটদানের আহ্বান জানাই।

ভোট শুরুর আগে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী বিজেপি সহ এনডিবএ জোট প্রার্থীদের চিঠি দিয়েছিলেন। সেই চিঠিতে তিনি জানিয়েছিলেন, আপনারা আমার কথা ভোটারদের কাছে পৌঁছে দিয়েছেন। এর জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। কারণ এবারের নির্বাচন সম্পূর্ণ ভিন্ন। এবারে নির্বাচনের মাধ্যমে আমরা মজবুত সরকার গঠন করতে পারলে ২০৪৭ এর মধ্যে বিকশিত ভারত তৈরীর স্বপ্নপুরণ সম্ভব হবে।

শুক্রবার সকাল সাতটা থেকে ২১ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। রাজ্যে তিনটি আসনে আজ ভোটগ্রহণ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *