Nishit Pramanik, Bjp প্রথম দফার ভোট শুরু, অবৈধ ভোটার ও অস্ত্র মজুদ করেছেন, নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের

আমাদের ভারত, ১৯ এপ্রিল: প্রথম দফায় ভোট শুরুর আগেই বৃহস্পতিবার রাতে উত্তপ্ত হয়েছে কোচবিহার। দিনহাটায় দুই তৃণমূল কর্মী আহত হয়েছেন বলে একদিকে যেমন অভিযোগ উঠেছে। তেমনি অন্যদিকে তুফানগঞ্জে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। কিন্তু এই পরিস্থিতির মধ্যেই কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানিয়েছে তৃণমূল।

তৃণমূল দাবি করেছে, নিশীথ প্রামাণিকের বাড়িতে অস্ত্র মজুদ করা আছে। এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার দরুন তিনি কেন্দ্রীয় বাহিনীকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন বলে অভিযোগ রাজ্যের শাসক দলের। তৃণমূলের আরও অভিযোগ, কোচবিহারে নিশীথ প্রামাণিকের বাড়িতে এমন মানুষদের আশ্রয় দেওয়া হয়েছে যারা কোচবিহারের ভোটার নয়। এইসমস্ত অভিযোগের ভিত্তিতে নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে পদক্ষেপ করার দাবি জানানো হয়েছে তৃণমূলের তরফে কমিশনের কাছে।

নিশীথ কেন্দ্রীয় মন্ত্রী হওয়ায় তিনি কেন্দ্রীয় বাহিনীকে নিজেদের সুবিধা মতো মোতায়েন করতে চাইছে বলে তৃণমূলের অভিযোগ। এমন কি যারা স্ট্রং রুমে নিরাপত্তার দায়িত্বে ছিলেন তাদের সরিয়ে নতুন নির্দেশ জারি করে সিআরপিএফ জওয়ানদের সেখানে মোতায়ন করা হয়েছে। স্ট্রং রুমে কারো কারো যাতায়াত নিয়ন্ত্রণ করার জন্যই এই কাজ করেছেন নিশীথ বলে অভিযোগ তৃণমূলের।

এদিকে রাতের ঘটনার পর শুক্রবার সকালেও উত্তেজনা ছড়িয়েছে কোচবিহারে। ১৮ নম্বর ওয়ার্ডের তোর্সার চর এলাকার বাড়ি ভাঙ্গচুরের অভিযোগ উঠেছে। পাশাপাশি ভোটারদের ভয় দেখানো, মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।

প্রসঙ্গত উল্লেখ্য কোচবিহারে ভোটের জন্য ১২২ কোম্পানি বাহিনী আনা হয়েছে। ৪৫২০ রাজ্য পুলিশ রাখা হয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির মধ্যে কোচবিহারে সবচেয়ে বেশি বাহিনী মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *