Vote, Bengal প্রথম দফায় রাজ্যের তিন লোকসভা কেন্দ্রে ভোট চলছে

আমাদের ভারত, ১৯ এপ্রিল:
দেশে প্রথম দফার ভোট শুরু হলো। রাজ্যের ৪২ টা লোকসভা আসনের মধ্যে ৩ টে লোকসভা আসনে ভোট প্রক্রিয়া শুরু আজ। পাহাড়-জঙ্গল, চা বাগানে ঘেরা উত্তরবঙ্গের লোকসভা কেন্দ্রগুলিতে ইতিমধ্যেই ১৫ শতাংশ ভোট পড়েছে বলে খবর।

মাথাভাঙা, কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ, শীতলকুচি, সিতাই, দিনহাটা এবং নাটাবাড়ি কোচবিহার লোকসভা আসনের অন্তর্গত।

কোচবিহার: জেলায় মোট পুরুষ ভোটারের সংখ্যা ১২,৬২,২৮১ জন। যাঁদের মধ্যে মোট ১,০১৪,৮৬৪ জন কোচবিহারের লোকসভা আসনে ভোট দেবেন। এবং মহিলা ভোটারের সংখ্যা ১১,৮৭,৩১৮ জন। যাঁদের মধ্যে ৯,৫১,৯৯৬ জন কোচবিহারের আসনে ভোট দেবেন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন মোট ৩৬ জন। যাদের মধ্যে ৩৩ জন কোচবিহারের আসনে ভোট দেবেন।

সব মিলিয়ে জেলার মোট ২৪,৪৯,৬৩৫ জন ভোটারের মধ্যে ১৯,৭০,৮৯৩ জন কোচবিহারের আসনে ভোট দিতে চলেছেন। এখানে মাইক্রো অবজারভার রয়েছেন ৩২৮ জন। কিউআরটি রয়েছে ৪৭। কেন্দ্রীয় বাহিনী রয়েছে মোট ১১২ কোম্পানী। ক্রিটিক্যাল পোলিং স্টেশন রয়েছে ১৯৬টি এবং মোট বুথ সংখ্যা রয়েছে ২০৪৩টি।

আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারে মোট বুথ রয়েছে ১৮৬৭ টি। প্রধান বুথ ১৮৫৮ টি। অক্সিলারি বুথ রয়েছে ৯টি। জেলায় বুথ রয়েছে ১৩৫২ টি বুথ। মোট ভোটার ১৭,৭২,৮৭৭ জন। পুরুষ ভোটার ৮,৮৮,৭৯৮ জন। মহিলা ভোটার রয়েছেন ৮,৮৪,০১৫ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৬৪ জন। কেন্দ্রীয় বাহিনী এসেছে ৬৩ কোম্পানি। প্রতি বুথে ৩ জন জওয়ান থাকবেন। ৭ টি বিধানসভার মধ্যে তুফানগঞ্জ রয়েছে কোচবিহার জেলায়। নাগরাকাটা রয়েছে জলপাইগুড়ি জেলাতে। মাইক্রো অবজারভার রয়েছে ১৮০ জন। কিউআরটি রয়েছে ২৩। কেন্দ্রীয় বাহিনী রয়েছে ৬৩ কোম্পানী। ক্রিটিক্যাল পোলিং স্টেশন মোট ১৫৯টি।

জলপাইগুড়ি: জলপাইগুড়িতে মোট বুথ রয়েছে ১৯০৪ টি। মোট ভোটার সংখ্যা ১৮,৮৪,৬৩৭ জন। পুরুষ ভোটার ৯,৫৭,৮৩৫ জন। মহিলা ভোটার ৯,২৬,৭৮৯ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৩ জন। কেন্দ্রীয় বাহিনী এসেছে ৭৫ কোম্পানি। প্রতি বুথে ৪ জন জওয়ান থাকছেন।

এখানে মাইক্রো অবজারভার রয়েছেন ২০২টি। কিউআরটি ৩১। কেন্দ্রীয় বাহিনী ৭৫ কোম্পানী। ক্রিটিক্যাল পোলিং স্টেশন- ৩৯১টি। মোট তিন কেন্দ্র মিলিয়ে মোট রাজ্য পুলিশ মোতায়েন থাকবে ১২৩১০। ভোটের আগের দিন মোট অভিযোগ জমা পড়েছে ৫৫১টি। এছাড়া শিলিগুড়ি পুলিশ ডিস্ট্রিক্টে কিউআরটি রয়েছে ৮। কেন্দ্রীয় বাহিনী থাকতে চলেছে ১৩ কোম্পানি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *