আমাদের ভারত, কলকাতা, ১৯ এপ্রিল: অবাধ ও শান্তিপূর্ণ ভোটের প্রার্থনায় শুক্রবার সকালেই কালীঘাটে গিয়ে পুজো দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তারপর সোজা চলে যান রাজভবনের পিসরুমে।
ভোট উপলক্ষে রাজভবনে পিসরুম চালু করেছেন রাজ্যপাল। এ দিন সকাল থেকেই সেখানে রয়েছেন তিনি। একের পর এক আসছে অভিযোগ। কোথাও ভোট দিতে যাওয়ার পথে বাধা দেওয়ার অভিযোগ। কোথা থেকে আবার ইভিএম খারাপ করার অভিযোগ এসেছে। সূত্রের খবর, অভিযোগ পাওয়ামাত্রই তা কমিশনে পাঠিয়ে দিচ্ছেন রাজ্যপাল। তাঁর কথায়, “রাজ্যপাল হিসেবে আমার যা দায়িত্ব আমি পালন করব। সুষ্ঠু নির্বাচন কমিশনের দায়িত্ব।”
পিসরুম থেকেই ভোটের বাংলায় নজর রাজ্যপাল বোসের। সব থেকে বেশি অভিযোগ জমা পড়েছে কোচবিহার থেকে। রাজ্যপালের কথায়, ‘সুষ্ঠু নির্বাচন পরিচালনা করা কমিশনের দায়িত্ব।’