Waqf Bill, সংশোধনের পর যৌথ সংসদীয় কমিটিতে গৃহীত ওয়াকফ বিল

আমাদের ভারত, ২৯ জানুয়ারি: সরকারিভাবে সংশোধিত ওয়াকফ বিল গৃহীত হলো যৌথ সংসদীয় কমিটিতে। গত সোমবার ১৪টি সংশোধনী সহ ওয়াকফ বিল কমিটিতে পাস হয়। সেই সংশোধনীগুলি নিয়ে বুধবার ভোটাভুটি হয়। সেখানে ১৫টি ভোট পড়েছে সংশোধিত বিলের পক্ষে। বিলের বিপক্ষে পড়েছে
১১টি ভোট।

গত আগস্ট মাসে ওয়াকফ বিল পেশ হয়েছিল। এ নিয়ে আলোচনার জন্য বিরোধীদের দাবি মেনে যৌথ সংসদীয় কমিটি গড়েছিল সরকার। প্রাথমিকভাবে কমিটির মেয়াদ শেষ হবার কথা ছিল শীতকালীন অধিবেশনের প্রথম সপ্তাহে। নির্ধারিত সময় সীমার মধ্যে রিপোর্ট জমা দিতে না পারার কারণে কমিটির মেয়াদ বাড়ানো হয়। বাজেট অধিবেশনের শেষ দিন পর্যন্ত কমিটিকে সময় দেওয়া হয়।সময়সীমা শেষ হওয়ার আগেই ১৪টি সংশোধনী-সহ ওয়াকফ বিলকে সবুজ সঙ্কেত দেয় কমিটি।

কমেটি গঠনের পর্ব নিয়ে ৩৮টি বৈঠক হয়েছে। গত শুক্র ও শনিবার ছিল শেষ দফার বৈঠক। সেখানে শাসক- বিরোধী তর্যাও তুঙ্গে উঠেছিল। শেষ পর্যন্ত কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পাল জানিয়েছেন, বিজেপির পক্ষে ২৩টি সংশোধনী প্রস্তাব করা হয়েছিল। তার মধ্যে ১৪টি গৃহীত হয়েছে। বিরোধীদের আনা ৪৪টি সংশোধনীর প্রত্যেকটি খারিজ হয়েছে। বিরোধীরা যা প্রস্তাব করেছেন তার পক্ষে মাত্র দশটি করে ভোট পড়েছে।

১৪টি সংশোধনী নিয়ে বুধবার ফের ভোটাভুটি হয়েছে কমিটিতে। তারপরে সরকারিভাবে গৃহীত হয় বিতর্কিত ওয়াকফ বিল। সংশোধনের পক্ষে ফল ১৫-১১। কমিটির প্রধান জানান, বিরোধীরা যে সমস্ত ক্ষেত্রে আপত্তি তুলেছিলেন সেগুলিও সংশোধনের আওতায় রাখা হয়েছে। এই বিল কার্যকর হলে ওয়াকফ বোর্ডের কার্যপদ্ধতিতে স্বচ্ছতা আসবে। কিন্তু বিরোধীদের মতে সংশোধিত হলেও এই বিল অসাংবিধানিক, কারণ এর ফলে মুসলিমদের ধর্মীয় ব্যাপারে সরকারি হস্তক্ষেপ বাড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *