আমাদের ভারত, ২৯ জানুয়ারি: ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় ভারতীয় জন বার্তার স্টল উদ্বোধন করেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সেখানে এসে কুম্ভ মেলায় পদপিষ্টের ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি। এই ঘটনায় সাগর মেলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা নেওয়ার বার্তা দিয়েছেন। তার পাল্টা জবাব দিয়ে সুকান্ত মজুমদার বলেন, সাগর মেলার সঙ্গে কুম্ভমেলার তুলনা হলো রবীন্দ্রনাথের সঙ্গে রাম ছাগলের তুলনার সমান।
কুম্ভমেলায় পদপিষ্ট হয়ে কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে। আহত ৬০ জন। এই ঘটনায় শোক ও উদ্বেগ প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, গঙ্গা সাগর মেলা থেকে আমি শিখেছি কিভাবে বিশাল জনসমাবেশের ক্ষেত্রে তীর্থযাত্রীদের জীবন সম্পর্কিত বিষয়গুলো নিয়ে পরিকল্পনা করা দরকার এবং যত্নবান হওয়া উচিত। এই মন্তব্যের পাল্টা জবাব দিয়ে সুকান্ত মজুমদার বলেন, “কোথায় রবীন্দ্রনাথ, কোথায় রাম ছাগল। সাগর মেলাতে সর্বসাকুল্যে ১ কোটি লোক আসে না। এবার তো পুলিশের মেলা হয়েছে সাগর মেলা। সেখানে এক একদিনে এক কোটি লোক আসছে কুম্ভ মেলায়। কিসের সঙ্গে তুলনা করছেন উনি। সাগর মেলার থেকে অনেক বেশি সুব্যবস্থা রয়েছে কুম্ভ মেলায়।
তিনি আরো বলেন, এই পদপিষ্টের ঘটনার সঠিকভাবে তদন্ত হওয়া প্রয়োজন। কোনো চক্রান্তও হয়ে থাকতে পারে। আবার ন্যাচেরালিও হতে পারে। অত্যন্ত দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক ঘটনা।” তবে তিনি এও দাবি করেন, “এই ঘটনা হবার আগে পর্যন্ত দেশি-বিদেশি সমস্ত আগুন্তুকরা উচ্চস্বরে একসাথে কুম্ভমেলায় ব্যবস্থাপনার প্রশংসা করে গেছেন। কিন্তু এত লোক একসাথে চলে আসার ফলে যত ভালো ব্যবস্থাই হোক, তার তো সর্বোচ্চ ধারণ ক্ষমতা থাকে, তার বাইরে লোক চলে এসেছেন।”
তিনি জানান, এই দুর্ঘটনার পর যোগী ব্যস্ত রয়েছেন। সারারাত ধরে মানুষকে উদ্ধারের কাজ চলেছে। হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। সম্পূর্ণভাবে সরকার কাজে নেমে পড়েছে।এই ঘটনার পরেও আজ মৌনি অমাবস্যায় অমৃত স্নান চলেছে। সন্ন্যাসীরা স্নান করেছেন, সাধারণ মানুষের স্নান করেছেন। কয়েক ঘণ্টার মধ্যে আবার খুব দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে সেখানে, সেটা খুব সাধারণ বিষয় নয়। সুকান্ত মজুমদার জানান, আগামী ৮ তারিখ তিনি কুম্ভে স্নান করতে যাবেন।