Medinipur College, মেদিনীপুর কলেজে অনুষ্ঠিত হলো পি এন ঘোষ স্মারক বক্তৃতা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৯ জানুয়ারি: মেদিনীপুর কলেজ (স্বশাসিত) এবং মেদিনীপুর কলেজের প্রাক্তনীদের যৌথ উদ্যোগে অন্যান্য বছরের মতো এ বছরেও অনুষ্ঠিত হলো পি এন ঘোষ স্মারক বক্তৃতা। কলেজের প্রাক্তন অধ্যক্ষ পরেশ নাথ ঘোষের নামাঙ্কিত এই স্মারক বক্তৃতার এবার ছিল ত্রয়োবিংশ পর্ব। কলেজের বিবেকানন্দ হলে আয়োজিত আজ এই স্মারক বক্তৃতা দেন বিশিষ্ট মানবাধিকার কর্মী সুজাত ভদ্র এবং খ্যাতনামা অঙ্কোলজিস্ট ডাঃ শঙ্কর কুমার নাথ।

“মানবাধিকারঃ মতাদর্শ ও বর্তমান সময়ের চ্যালেঞ্জ” শীর্ষক বক্তৃতায় সুজাত ভদ্র তুলে ধরেন কীভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পৃথিবীতে মানবাধিকার চর্চার ধারা গড়ে ওঠে। ভারতের মাটিতে মানবাধিকার প্রতিষ্ঠায় রাষ্ট্রের নানা আইন এবং সিদ্ধান্ত মানবাধিকারের কীরূপ বিরুদ্ধাচরণ করে, এবং মানবাধিকার কর্মীকে কত বাধার সম্মুখীন হতে হয় তা সুজাত ভদ্রের বক্তব্যে উঠে আসে।

এদিনের দ্বিতীয় বক্তা ডাঃ শঙ্কর কুমার নাথের বক্তৃতার শিরোনাম ছিল “খাদ্যাভাস ও ক্যান্সার প্রতিরোধ”। তার প্রাঞ্জল ও উপভোগ্য বক্তৃতায় ডাঃ নাথ তুলে ধরেন কীভাবে ক্যান্সার মোকাবিলায় সঠিক খাদ্যাভাস সহায়ক হতে পারে। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রী সত্যরঞ্জন ঘোষ। ধন্যবাদ জ্ঞাপন করেন অধ্যাপক ডঃ বিশ্বরূপ সরকার।

উপস্থিত ছিলেন কলেজের প্রাক্তন ও বর্তমান অধ্যাপক এবং প্রাক্তন ছাত্রছাত্রীরা। শেষ সেমিস্টার পরীক্ষা সত্ত্বেও বিপুল সংখ্যায় উপস্থিত ছিল বর্তমান ছাত্রছাত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *