DYFI, Midnapur, স্যালাইন কাণ্ডের প্রতিবাদ, বাম ছাত্র যুব সংগঠনের মিছিল মেদিনীপুরে

পার্থ খাড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৯ জানুয়ারি: মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের স্যালাইন কাণ্ডে রোগী মৃত্যুর ঘটনার প্রতিবাদে বাম ছাত্র যুব সংগঠনের উদ্যোগে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় বুধবার বিকেলে। সিপিআইএম নেতা তাপস সিনহার নেতৃত্বে এই প্রতিবাদ মিছিল কেশপুরের জামশেদ ভবন থেকে বেরিয়ে কেশপুর বাজার পরিক্রমা করে। সংগঠনের শতাধিক সদস্য এই মিছিলে অংশগ্রহণ করেন।

তাপস সিনহা বলেন, “মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে বাতিল হয়ে যাওয়া জাল স্যালাইন সরবরাহ করা হয়েছিল স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। এটা চরম অপরাধ। এই কাণ্ডে কেশপুরের দুই প্রসূতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। একজন মারা গিয়েছেন। তাই কেশপুরের মানুষ এটা নিয়ে প্রতিবাদ করুক আমরা চাই। তাই কেশপুরের মানুষকে নিয়ে এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে। শুধু কেশপুর নয়, সারা রাজ্যজুড়ে এই ঘটনার প্রতিবাদ শুরু হয়েছে। বেহাল হয়ে পড়েছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা।” এই ঘটনার প্রতিবাদে মেদিনীপুরে গণকনভেনশনেরও আয়োজন করা হয়েছিল বামপন্থীদের পক্ষ থেকে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *