পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৯ জানুয়ারি: শ্রী শ্রী উঁগ্ৰ তারা মায়ের বার্ষিক উৎসব উপলক্ষে উগ্ৰ তারা মন্দির উন্নয়ন কমিটির পরিচালনায় গত ২৬ শে জানুয়ারি থেকে নানান ধর্মীয় আচার অনুষ্ঠান শুরু হয়েছে, যা চলবে আগামী ৩০ শে জানুয়ারি পর্যন্ত।
মন্দির উন্নয়ন কমিটি শুধুমাত্র ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে নিজেদেরকে সীমাবদ্ধ না রেখে জীব সেবার মাধ্যমে শিবের আরাধনায় ব্রতী হয়ে আজ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, দুঃস্থ ও অসহায়দের জন্য শীতবস্ত্র প্রদান সহ নানান সামাজিক কাজে জড়িত রেখেছে। আজ মন্দির প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান শিবিরে প্রায় শতাধিক মানুষ রক্তদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর বিধানসভার বিধায়ক সুজয় হাজরা, পৌরসভার পৌর প্রধান সৌমেন খান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। মঞ্চে উপস্থিত বক্তারা উপস্থিত ভক্তদের উদ্যেশ্যে রক্তদানের উপকারিতা সম্পর্কে জানান, সাধারণ মানুষকে এই ধরনের সামাজিক কর্মকাণ্ডে আরও এগিয়ে আসার আহ্বান জানান।