সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৯ জানুয়ারি: মিড ডে মিলের রান্না ও রান্নাঘরের পরিবেশ খতিয়ে দেখতে আজ পরিদর্শন করেন জেলাশাসক।
আজ ওন্দার চূড়ামণিপুর পঞ্চায়েতের ভুলুনপুরে হাজির হন জেলা শাসক সিয়াদ এন, অতিরিক্ত জেলাশাসক নকুল মাহাতো সহ পদস্থ আধিকারিকরা। তিনি ভুলুনপুর হাইস্কুলের পঠনপাঠন, মিড ডে মিলের রান্নার মান খতিয়ে দেখার পাশাপাশি রান্নাঘর পরিদর্শন করেন। মিড ডে মিলের রান্না খেয়েও দেখেন তিনি। এই কাজে নিযুক্ত কর্মীদের যথাযথ নিষ্ঠা ও সাবধানতার সঙ্গে কাজ করার পরামর্শ দেন। তিনি স্কুলের পড়ুয়াদের সঙ্গে ক্লাস রুমে গিয়ে কথা বলেন। এরপর তিনি স্হানীয় বাংলা সহায়তা কেন্দ্র ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শন করেন। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উপভোক্তাদের সঙ্গেও কথা বলেন।
এদিন তিনি নির্মীয়মান বাংলার আবাস যোজনার বাড়ি পরিদর্শন করে উপভোক্তা কল্পনা পাত্র, সঞ্চিতা কর্মকারের সঙ্গে কথা বলেন।