পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ ফেব্রুয়ারি: আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই কোমর বেঁধে নেমে পড়েছে শাসক শিবির। শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ভোটার তালিকা পর্যালোচনা সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ডঃ মানস রঞ্জন ভুঁইঞা, প্রাক্তন বিধায়ক গীতা ভুঁইঞা, কর্মাধ্যক্ষ শেখ আবু কালাম বক্স, সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি বিকাশ ভুঁইঞা, সাধারণ সম্পাদক তরুণ মিশ্র, পঞ্চায়েত সমিতির সভানেত্রী মৌসুমী দাস দত্ত সহ অন্যান্য তৃণমূল নেতা- কর্মীরা। তৃণমূলের অভিযোগ, যেভাবে বাংলায় বিরোধী রাজনৈতিক দল পরাজিত হচ্ছে, তাতে আগামী দিনে ভোটার তালিকা নিয়ে চক্রান্ত হতে পারে, সেই বিষয় নিয়ে ব্লকের প্রত্যেকটি বুথ সভাপতিদের নানান কার্যকলাপ নিয়ে আলোচনা করা হয় এই আলোচনা সভায়।