পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের আমকাঁন্দলা গ্রামে স্থানীয় বিশিষ্ট সমাজসেবী স্বর্গীয় অশোক কুমার কোলের স্মৃতির উদ্দেশ্যে ৮ দলীয় নকআউট ক্রিকেট প্রতিযোগিতা ও ব্লাড ব্যাঙ্কে রক্তের চাহিদা মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করা হয় শনিবার।
জানাগিয়েছে, এই রক্তদান শিবিরে ২০ জন রক্তদাতা রক্ত দান করেন। পাশাপাশি ক্রিকেট প্রতিযোগিতায় ব্লকের একাধিক দল অংশগ্রহণ করে এই ক্রিকেট প্রতিযোগিতায় বলে জানিয়েছেন উদ্যোক্তারা।