Conference, পেনশনার্স শাখার সদর ব্লক সম্মেলন

পার্থ খাড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৫ ফেব্রুয়ারি: আজ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পেনশনার্স শাখার উদ্যোগে সদর ব্লক সম্মেলন অনুষ্ঠিত হয়। পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন জেলা কমিটির অন্যতম আহ্বায়ক দিলীপ সরকেল। এই অনুষ্ঠান থেকে জেলা ও সদর মহকুমার কোর কমিটির উদ্যোগে প্রায় ২০০ দুঃস্থ শিশুকে পোশাক বিতরণ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন পেনশনার্স শাখার জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মদনমোহন ভট্টাচার্য, দিলীপ কুমার সরকেল, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জেলা কমিটির মুখ্য উপদেষ্টা সুনীল কর, জেলা কমিটির কার্যকারী সভাপতি অঙ্কুর নন্দী, শহর কমিটির সভাপতি অঙ্কুর মন্ডল, পেনশনার শাখার সদর মহকুমা কমিটির সভাপতি প্রতাপ চ্যাটার্জি। জেলা, মহকুমা ও ব্লক স্তরের পেনশনার শাখার নেতা বীরেন গিরি, পান্নালাল বেরা সহ অন্যান্য নেতৃত্ব।

সভায় বক্তব্য রাখেন, পেনশনার শাখার অন্যতম আহ্বায়ক মদনমোহন ভট্টাচার্য। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের দীর্ঘ বঞ্চনা থাকা সত্ত্বেও মা মাটি মানুষের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারি কর্মচারীদের ও পেনশনভোগীদের এপ্রিল ২০২৫ থেকে চার শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পেনশনার শাখার পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। এই সম্মেলন থেকে ১৭ জনের সদর ব্লক কমিটি গঠন করা হয়। সভাপতি, কার্যকরী সভাপতি, প্রসাদ দক্ষ হিসেবে যথাক্রমে শ্রী মিহির হাটুই, শম্ভু রায় ও মলয় ঘোষকে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়। সভায় প্রায় দুই শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন প্রতাপ চ্যাটার্জি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *