পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৪ আগস্ট: স্বাধীনতা দিবসের প্রাক্কালে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করলো পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার মান্ন্যা বজরং ক্লাব। মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় এলাকার পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় ৫০ জন ব্যক্তি এদিন রক্তদান করেন।
সবুজায়নের লক্ষ্যে রক্তদান শেষে রক্তদাতাদের হাতে একটি করে চারা গাছ তুলে দেন ক্লাব কমিটির সদস্যরা। ২০১৬ সাল থেকে শুরু হওয়া এই ক্লাব সারা বছর ধরে বিভিন্ন সামাজিক কর্মসূচি করে থাকে, তারই অঙ্গ হিসাবে এবছর তারা প্রথম রক্তদান শিবিরের আয়োজন করল এদিন। এলাকাবাসী এবং মেডিকেল সংস্থার সহযোগিতা পেলে আগামী বছর থেকে এইরকম কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানালেন উদ্যোক্তারা।