পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৪ আগস্ট: বুধবার কন্যাশ্রী’র একাদশ বর্ষ উদযাপন অনুষ্ঠান সম্পন্ন হল পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ হলে। এদিন প্রদীপ জ্বালিয়ে ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এর উদ্বোধন করলেন খুরশিদ আলী কাদরী।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, রাজ্যের মন্ত্রী মানস ভুঁইঞা, কেশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী শিউলি সাহা সহ অন্যান্য প্রশাসনিক ব্যক্তিরা। এদিন রাজ্যের পাশাপাশি গোটা দেশে কন্যাশ্রী প্রকল্প কতটা সফলতা পেয়েছে তা বর্ণনা করে জানান জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা।