পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৪ আগস্ট: কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত তরুণী চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে মৌন মিছিল হলো বুধবার।
এদিন সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোডে এই মিছিল হয়। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌন মিছিল করে এলাকার মহিলারা।
এদিন মোমবাতি সহ প্ল্যাকার্ড হাতে নিয়ে এদিন মৌন মিছিলে সামিল হন এলাকার কয়েকশো মহিলা। এদিন এই মৌন মিছিল গোটা শহর পরিক্রমা করে।