Manas Bhuina, Medinipur, মেদিনীপুর থেকে আরজিকরের ঘটনা নিয়ে রাজ্য প্রশাসনের স্বপক্ষে সাফাই মন্ত্রী মানস ভুঁইঞার

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৪ আগস্ট: কলকাতার আরজিকরের ঘটনা নিয়ে উত্তাল রাজ্য, এই অবস্থায় রাজ্য প্রশাসনের বিরুদ্ধে রাস্তায় নেমেছে বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলি। পাশাপাশি রাজ্যে কর্ম বিরতি চলছে ডাক্তার থেকে জুনিয়র ডাক্তারদের। এমত অবস্থায় রাজ্য প্রশাসনের উপর সাফাই দিলেন রাজ্যের মন্ত্রী মানস ভুঁইঞা।

বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরে কন্যাশ্রী বর্ষ উদযাপন অনুষ্ঠানে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, এ রাজ্যেই মহিলারা সবথেকে বেশি সুরক্ষিত। খেলাধুলা, পড়াশোনা সহ বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে নেই রাজ্যের মহিলারা। তবে একটা ঘটনা নিয়ে এত তোলপাড়ের কিছু নেই। এই ঘটনার পরে সাথে সাথে একজনকে গ্রেফতার করা হয়েছে, পাশাপাশি তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার পর সাফ জানিয়ে দিয়েছেন দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও একই কথা বলেছেন। সেখানে রাজ্যের বিরুদ্ধে একাধিক কর্মসূচি নিচ্ছে রাজ্যের বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলি। এদিন তিনি নাম করে বিজেপি ও সিপিএমকে নিশানা করেন। তিনি বলেন, গণতান্ত্রিক দেশে আন্দোলন স্বাভাবিক, তবে এখানে সিপিএম ও বিজেপির গন্ধ পাওয়া যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *