Shiuli Saha, TMC, “আরজিকরের ঘটনা নিয়ে যারা ঘোলা জলে মাছ ধরছে তাদেরকে ধিক্কার জানাই,” মেদিনীপুরে মন্তব্য শিউলি সাহার

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৪ আগস্ট: কলকাতার আরজিকরের ঘটনায় দোষীদের কঠোরতম শাস্তি হোক, বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরে সরকারি এক কর্মসূচিতে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাফ জানিয়ে দিলেন কেশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী শিউলি সাহা।

এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়, এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের কঠোরতম শাস্তি হোক এই আশা রাখছি। ইতিমধ্যেই এই ঘটনার ভার সিবিআই’কে দেওয়া হয়েছে। সেই বিষয় নিয়েও শিউলি সাহা বলেন, আমাদের মুখ্যমন্ত্রী এই ঘটনার পর স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন নির্যাতিতার পরিবার যদি সিবিআই তদন্ত চায় তাহলে তদন্তের ভার সিবিআইকে দেওয়া হবে, অর্থাৎ মুখ্যমন্ত্রী চান এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের অবিলম্বে শাস্তি হোক।

অন্যদিকে এই ঘটনাকে নিন্দা করে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি নিয়ে রাস্তায় নেমেছে রাজ্যের বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলি। সেই বিষয় নিয়ে শিউলি সাহা বলেন, যারা ঘোলা জলে মাছ ধরতে চাইছেন তাদের বলি অসহায় পরিবারের পাশে দাঁড়ান, রাজনৈতিক স্বার্থে এই ধরনের কর্মকাণ্ড করবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *