আমাদের ভারত, ব্যারাকপুর, ৬ আগস্ট: ১৫ জুন অজয় মণ্ডলের গাড়িতে গুলি চালানোর ঘটনায় ব্যারাকপুর কমিশনারেট পুলিশ তৎপর হয়। এই ঘটনায় মোট ১২ জনের নাম উঠে আসে, এদের মধ্যে ৮ জনকে নিজেদের হেফাজতে নিতে পেরেছে পুলিশ কিন্তু বাকি চারজন অন্যান্য জেলে রয়েছে।
এই গুলি চালনার ঘটনায় মাস্টার মাইন্ড সুবোধ সিং। তার সাথে রয়েছে রোশন যাদব, তাকে জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। আজ সুবোধ সিং এবং রোশন যাদব’কে ব্যারাকপুর আদালতে নিয়ে আসা হলো আজ তাদের দু’জনের কন্ঠস্বর পরীক্ষা করানো হবে। কারণ অজয় মণ্ডলকে যে ফোন করেছিল যে সেই ফোনের সঙ্গে কণ্ঠস্বর মিলানো হবে সুবোধ সিং এবং রোশন যাদব- এর।