VGD! ভারত- পাক সীমান্ত লাগোয়া গ্রামে যুবকদের অস্ত্র চালনা সহ একাধিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া শুরু করল বিএসএফ

আমাদের ভারত, ৫ জুন: অপারেশন সিঁদুরের পর পাক সীমান্ত লাগোয়া এলাকায় নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। আত্মরক্ষার স্বার্থে ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় এবার জম্মু ও কাশ্মীরে সীমান্ত এলাকার তরুণদের সামরিক প্রশিক্ষণ দেওয়া শুরু করল বিএসএফ। ভিলেজ ডিফেন্স গার্ড বা গ্রাম রক্ষি বাহিনীর আওতায় এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

বিএসএফ- এর তরফে জানানো হয়েছে, সামরিক প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি অনুপ্রবেশ বন্ধ, ড্রোন ব্যবহার করে চোরাচালান সহ সীমান্ত এলাকায় একাধিক অবৈধ কাজ বন্ধে এই প্রশিক্ষণ প্রাপ্তরা সাহায্য করতে পারবে।

আধিকারিকরা জানিয়েছেন, অস্ত্র চালানো, আত্মরক্ষার প্রশিক্ষণ ছাড়া হঠাৎ করে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে কী করতে হবে এসব বিষয় প্রশিক্ষণ নেওয়া হচ্ছে।

বিএসএফের বিভিন্ন পোস্টে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। পুরুষদের সঙ্গে মহিলাদেরও আপৎকালীন পরিস্থিতিতে ঠিক‌ কী করতে হবে সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

বিএসএফের তরফে জানানো হয়েছে প্রশিক্ষণ হয়ে গেলে রাতের বেলা গ্রাম পাহাড়া, অবৈধ অনুপ্রবেশের ঘটনা ঘটলে তৎক্ষণাৎ সেই খবর বিএসএফের কাছে পৌঁছে দেওয়ার কাজ করবে এই প্রশিক্ষণ প্রাপ্ত যুবকরা।

জানা গিয়েছে, সীমান্ত লাগোয়া গ্রামের স্কুল শিক্ষক ও পঞ্চায়েত প্রধানরাও এই প্রশিক্ষণ নিচ্ছেন। বিএসএফের আধিকারিক বলেন, প্রশিক্ষণ নেওয়ার জন্য তরুণদের মধ্যে বিশেষ উৎসাহ দেখা যাচ্ছে। বিএসএফের আধিকারিকরা মনে করছেন, প্রশিক্ষণ শেষ হলে সীমান্তে একাধিক তথ্য খুব তাড়াতাড়ি বিএসএফের কাছে পৌঁছে যাবে। আর তাতে সহজে অনুপ্রবেশ সহ একাধিক অবৈধ কার্যকলাপ আটকানো সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *