Newspaper, Environment Day, সংবাদপত্রের তরফে বিশ্ব পরিবেশ দিবস পালন

আমাদের ভারত, কলকাতা, ৫ জুন: এই বছর বিশ্ব পরিবেশ দিবসের ভাবনা প্লাস্টিক দূষণের অবসান। এই বছর আয়োজক দেশ দক্ষিণ কোরিয়া। এই বিশেষ দিনে একটি সংবাদপত্র গোষ্ঠীর পক্ষ থেকে বৃক্ষরোপণ ও চারা বিলির কর্মসূচি পালন করা হয়।

মৌলালিতে ওই পত্রিকা অফিসের সামনে, শিয়ালদহ স্টেশন, পরিবেশ ভবন সহ বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করা হয়। ‘সুস্থ জীবনের লক্ষ্যে গাছ লাগান পরিবেশ বাঁচান’ এই কথাকে মাথায় রেখেই এই কর্মসূচি করা হয়। মূল উদ্যোক্তা ছিলেন সংবাদপত্রের কর্ণধার আশিস লাহা।

একটি ম্যাটাডোরে করে পথচারীকে গাছের চারা বিলি করা হয়। মাইকে ঘোষণা করা হয় ‘একটি গাছ একটি প্রাণ’, ‘গাছ বাঁচান, পরিবেশকে রক্ষা করুন’ প্রভৃতি শ্লোগান। পত্রিকার তরফে তুষার পাটোয়ারি বলেন, ১৯৭৪ থেকে এই দিনে আমরা প্রতি বছর এরকম আয়োজন করে থাকি। এদিন সহযোগিতার হাত বাড়িয়ে দেয় রোটারি ক্লাব অফ ক্যালকাটা মিলেনিয়াম ও একটি শাড়ি প্রস্তুতকারক সংস্থা। বৃক্ষরোপণ কর্মসূচিতে ওই পত্রিকাগোষ্ঠীর কিছু কর্মচারীও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *