Panihati, TMC, “দোষ করলে শাস্তি পেতেই হবে, আইন আইনের পথে চলবে,” পানিহাটিতে অস্ত্র উদ্ধার প্রসঙ্গে দাবি পৌর প্রধানের

আমাদের ভারত, ব্যারাকপুর, ৫ জুন: “বিরোধীরা অনেক কথা বলে, কিন্তু দোষ করলে শাস্তি পেতেই হবে। আইন আইনের পথে চলবে।” অস্ত্র উদ্ধার প্রসঙ্গে দাবি করলেন পানিহাটির পৌর প্রধান।

গোপন সূত্রে খবর পেয়ে পানিহাটি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মৌলানা সেলিম রোড থেকে বিপুল সংখ্যক অস্ত্র উদ্ধার করে পুলিশ। সেই সঙ্গে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত নঈম ওরফে নেপালিকে। আর এরপর সরগরম হয়ে উঠছে ব্যারাকপুর শিল্পাঞ্চলের রাজনীতি। কারণ রাজ্যের বিরোধী দলনেতা তার সোশ্যাল অ্যাকাউন্টে এই ধৃত নঈমের কিছু ছবি প্রকাশ করেছেন। যেখানে তাকে দেখা যাচ্ছে তৃণমূলের বিধায়ক নির্মল ঘোষ সহ পানিহাটি পৌরসভার তৃণমূল কাউন্সিলরদের সঙ্গে তার ঘনিষ্টতা প্রকাশ পেয়েছে। সেই পোস্টে শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে, নঈমের সঙ্গে এই তৃণমূল নেতাদের যথেষ্ট ঘনিষ্টতা রয়েছে।

এই প্রসঙ্গে ব্যারাকপুরের তৃণমূল নেতারা মুখে কুলুপ আটলেও এবার এই বিষয়ে মুখ খুললেন পানিহাটি পৌরসভার পৌর প্রধান সোমনাথ দে। তার পৌরসভার কাউন্সিলরদের নাম ধৃত নঈম আনসারীর সঙ্গে জড়ানো প্রসঙ্গে তাঁর স্পষ্ট দাবি, “শুভেন্দু অধিকারীকে আমি ভালো করে চিনি। উনি আমাদের দলেই ছিলেন। আমরা একসঙ্গে কাজ করেছি। কিন্তু ওনার কথায় অত গুরুত্ব দেওয়ার কিছু নেই। বিরোধীরা বিরোধীতার জন্য কথা বলবেই। আর মানুষের সাথে ছবি কেউ তুলতেই পারে, কিন্তু ছবি তুলেছে বলেই অন্যায় করে পার পেয়ে যাবে না। আইন আইনের পথেই চলবে। দোষ করলে শাস্তি পেতেই হবে। কারণ তৃণমূল দল তো তাকে এই কাজের জন্য উস্কায়নি। সে নিজের প্রয়োজনে রেখেছিল, পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। আর পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। দোষ করলে পুলিশ তাকে শাস্তির ব্যবস্থা করবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *