Uttar Pradesh, Economy, প্রভূত উন্নতি! যোগীর আমলে উত্তরপ্রদেশ অর্থনীতির পাওয়ার হাউস হয়েছে, বিপুল বিনিয়োগে ৬০ লক্ষ কর্মসংস্থান

আমাদের ভারত, ২২ মার্চ: মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে গত ৮ বছরে অভূতপূর্ব উন্নতি হয়েছে উত্তরপ্রদেশের। বিমারু বা পিছিয়ে পড়া রাজ্য থেকে অর্থনীতির পাওয়ার হাউসে পরিণত হয়েছে রাজ্যটি। বিপুল বিনিয়োগ টেনে ৬০ লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে রাজ্যে।

বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আর্থিক উন্নতির দুরন্ত গতি দেখে উত্তর প্রদেশে বিনিয়োগের জন্য আসছে বহু দেশী-বিদেশী কোম্পানি। এভাবে সব মিলিয়ে মোট ৪৫ লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাবের মাধ্যমে বিমারু বা পিছিয়ে পড়া থেকে অগ্রসর রাজ্যে রূপান্তরিত হয়েছে উত্তর প্রদেশ।

ইতিমধ্যেই যোগী সরকার ১৫ লক্ষ কোটি টাকার বিনিয়োগকে বাস্তবে রূপ দিয়েছে, যা ৬০ লক্ষ যুবক-যুবতীর জন্য কর্মসংস্থানের দরজা খুলে দিয়েছে।

২০১৭ সালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হন যোগী আদিত্যনাথ। তারপর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রিফর্ম, পারফর্ম, ট্রান্সফর্ম, অর্থাৎ সংস্কার, সম্পাদন, রূপান্তরের মন্ত্রে অনুপ্রাণিত হয়ে রাজ্যবাসীর কল্যাণের কাজ শুরু করেন তিনি। আট বছরে শিল্প ক্ষেত্রে ব্যবসা সহজতর করার জন্য ৪৬৭৪টি নিয়ন্ত্রকের বোঝা হ্রাস করা হয়েছে। এছাড়া বিনিয়োগের দরজা খুলতে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে বরাবর ছয়টি শিল্প করিডোর তৈরি করা হয়েছে। শুধু তাই নয়, নানা পোর্টালের মাধ্যমে বিনিয়োগের সুবিধা নিশ্চিত করতে ৮৮৭-র উপরে অনলাইন প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। যার মধ্যে অন্যতম ইনভেসমেন্ট মিত্র পোর্টাল।

এছাড়া রাজ্যের ৫০০টি ফরচুন গ্লোবাল ও ফরচুন ইন্ডিয়া কোম্পানির বিনিয়োগ টানার জন্য বিশেষ নীতি ও সুবিধা প্রদান করা হচ্ছে। এইভাবে শিল্পের সম্প্রসারণের উপর জোর দেওয়ার ফলে রাজ্যের মোট জিএসডিপি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ২০১৭ সালের তুলনায় গত আট বছরে উত্তরপ্রদেশে জিএসডিপি তলানি থেকে দ্বিগুণ হয়ে ২৭.৫১ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে। শীঘ্রই তা ৩০ লক্ষ কোটি টাকার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছে যোগী সরকার।

রাজ্যে ইতিমধ্যে ৪৫ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। যার মধ্যে ১৫ লক্ষ কোটি টাকা ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে। এর ফলে ৬০ লক্ষ যুবক-যুবতির জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। এছাড়া প্রতিরক্ষা করিডোর, চিকিৎসা, ওষুধ খাতে ৬৩ হাজার ৪৭৫ কোটি টাকার বিনিয়োগের ফলে এবং উৎপাদন খাতেও কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে।

আর্থিক উন্নতির দিক থেকে উত্তরপ্রদেশকে অন্য শিখরে পৌঁছে দিয়েছে প্রতিজ্ঞাবদ্ধ যোগী। বাণিজ্য- শিক্ষা- কর্ম সহ বিভিন্ন ক্ষেত্রে প্রভূতি উন্নতি ঘটাচ্ছে যোগী সরকার।

গত মাসে উত্তরপ্রদেশে এসেছিলেন জাপানের ইয়ামানাসি প্রদেশের ভায়েস গভর্নর কে ওসাদা। রাজ্যে বিনিয়োগ নিয়ে কথা বলেন যোগীর সঙ্গে। তারপর ওসাদা জানান, উত্তরপ্রদেশে বিনিয়োগের পরিবেশ ও সুযোগ সুবিধা খতিয়ে দেখতে জাপান থেকে বিভিন্ন কোম্পানির ২৫০ জন সিইও আসবেন। যে গতিতে উত্তরপ্রদেশের অর্থনীতি দৌড়াচ্ছে তাতে লগ্নির জন্য ভরসা রয়েছে তাদের। আস্থা রয়েছে মুখ্যমন্ত্রী আদিত্যনাথের সুশাসনের উপরে। এই উদ্যোগের ফলে রাজ্যে যুবক-যুবতীদের জন্য কাজের সুযোগ সুবিধা আরো বাড়বে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *