আমাদের ভারত, ২২ মার্চ: বঙ্গ বিজেপির মিছিলে আজ আবারও উত্তাল হল কলকাতার রাজপথ। নারী নিরাপত্তার দাবিতেই মিছিলে পা মিলিয়েছিলেন বিজেপি কর্মীরা। বি বি গাঙ্গুলি স্ট্রিটে বিজেপির মিছিল আটকানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। পুলিশের সঙ্গে কথাকাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বিধায়ক অগ্নিমিত্রা পাল সহ অন্যান্য নেতৃত্ব।
রাজ্য আবগারি দপ্তরের অধীনে মদের দোকান, বার ও নাইট ক্লাবে মহিলাদের নিয়োগের বিরুদ্ধে এই মিছিল হয়। রাজ্য বিজেপির মহিলা মোর্চার ডাকে কলেজ স্কোয়ার থেকে পশ্চিমবঙ্গ সরকারের আবগারি দপ্তর বউবাজার পর্যন্ত প্রতিবাদ মিছিল করে বিজেপি। এই মিছিলকে ঘিরে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়। পুলিশের সঙ্গে কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়েছে বিজেপি কর্মী সমর্থকদের।
এদিন মিছিলে বক্তব্য রাখতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, শান্তিপূর্ণ আন্দোলন আমাদের। সেখানে ধাক্কাধাক্কি করে, মহিলাদের গায়ে হাত দিয়ে অযথা উত্তেজনা তৈরির চেষ্টা করবেন না। আমরা গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করেছি। আমরা নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি, চোর তৃণমূল কংগ্রেস নই যে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি করতে যাব।
এই মিছিলের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, আগে একটা আইন ছিল যেখানে বার ও নাইট ক্লাবে কাজ করায় নারীদের বাধা ছিল। তৃণমূল সেই আইনের পরিবর্তন এনেছে। আমরা নারী- পুরুষ সমান বলেই মনে করি। দু’জনেরই কাজ করার সমান অধিকার রয়েছে। তাতে কোনো আপত্তি নেই। কিন্তু একজন শিক্ষিত ডাক্তার ডিউটির সময় আর জি কর হাসপাতালের মত জায়গায় ধর্ষিত হয়ে খুন হয়ে যান। সেখানে কোন সাহসে একজন মেয়ের বাড়ির লোক তার বাবা কিংবা শ্বশুরমশাই তার বাড়ির মেয়ে বা বৌমাকে বারে বা নাইট ক্লাবে কাজ করতে বলবেন? তিনি প্রশ্ন তোলেন, কে দেবে তাদের সুরক্ষা? পুলিশ গ্যারান্টি দেবে তো?