পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ মার্চ: গোপীবল্লভপুরের ওড়িশা সীমান্ত লাগোয়া হাতিমাড়া জঙ্গল থেকে রহস্যজনকভাবে উদ্ধার হলো এক অজ্ঞাত পরিচয় মহিলার পচা গলা মৃতদেহ। ঘটনার খবর পেয়ে দেহ উদ্ধার করে তদন্তে নেমেছে পুলিশ।
জানা গিয়েছে, শনিবার সকালে জঙ্গলে পাতা কুড়াতে গিয়ে স্থানীয় মানুষজন জঙ্গলে এক মহিলার পচা গলা মৃতদেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় গোপীবল্লভপুর থানায়। খবর পেয়ে আইসি কার্তিক চন্দ্র রায়ের নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধারের ব্যবস্থা করেন। পরে পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে প্রাথমিক অনুমান পাশে ওড়িশা রাজ্যের সীমান্ত। তাই হয়তো পাশের রাজ্যে খুন করে দেহ ফেলে দেওয়া হয়েছে।