পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২২ মার্চ: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী ছাত্রের উপর শিক্ষামন্ত্রীর গাড়ি চালিয়ে দেওয়ায় পরিপ্রেক্ষিতে গত ৩ মার্চ কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘটের দিন মেদিনীপুরের কোতয়ালি থানার লকআপে গবেষণারত ছাত্রীদের উপর নির্মম পুলিশি অত্যাচারের প্রতিবাদ ও দেশজুড়ে নারী নির্যাতনের বিরুদ্ধে আজ মানবাধিকার সংগঠন সিপিডিআরএস (কমিটি ফর প্রোটেকশান ডেমোক্রেটিক রাইটস এন্ড সেকুলারিজম) এর মেচেদা শাখার উদ্যোগে মেচেদা ফাইভ পয়েন্ট মোড়ে এক নাগরিক সভা অনুষ্ঠিত হয়।
এই প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ডাঃ কালীশংকর পাত্র, অধ্যাপক সঞ্জীব কুইলা, শিক্ষক স্বপন নায়ক, তপন জানা, হেয়াতুল হোসেন সহ বিশিষ্ট নাগরিকরা। নাগরিক সভা থেকে সারা দেশজুড়ে নারী নির্যাতন সহ নাগরিক অধিকার রক্ষার আন্দোলনকে শক্তিশালী করতে দিল্লিতে আগামী ৩০ মার্চ জাতীয় মানবাধিকার কনভেনশনে যোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হয়।