আমাদের ভারত, জলপাইগুড়ি, ২২ মার্চ: এক শিশুকে রাস্তায় পিষে দিল সিমেন্ট বোঝাই ট্রাক। শনিবার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো জলপাইগুড়ির ৭৩ মোড় সংলগ্ন নয়া পাড়া এলাকায়। উত্তেজিত জনতা জলপাইগুড়ি- শিলিগুড়ি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে পৌঁছোয় কোতোয়ালি থানার পুলিশ ও ট্র্যাফিক পুলিশ৷
তারা জানায়, মৃত শিশুর নাম রবি রাউত, বয়স ৪ বছর। এ দিন নয়া পাড়ার প্রাথমিক স্কুলের সামনে ওই শিশুকে সিমেন্ট বোঝাই ট্রাক রাস্তায় পিষে দেয়। ট্রাকটিকে ঘটনাস্থলেই আটক করে স্থানীয়রা। এর আগেও এই এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল। এদিন এলাকার হিমঘরে আলু রাখার জন্য আলু বোঝাই গাড়ির ভিড় ছিল যথেষ্ট। সেই ভিড়ের কারণেই দুর্ঘটনা বলে দাবি স্থানীয়দের।
স্থানীয় বাসিন্দা সুশান্ত দাস বলেন, “এর আগেও পথ দুর্ঘটনা ঘটেছিল এখানে। আজও পথ দুর্ঘটনায় মারা গেল এক শিশু। এর আগে দুর্ঘটনায় সময় পুলিশ আশ্বাস দিয়েছিল হিমঘরে আলু রাখার জন্য নির্দিষ্ট নিয়ম করা হবে। ভিড় এড়াতে বেশি গাড়ি থাকবে না। এত গাড়ি রাস্তার উপর থাকায় কারণে দুর্ঘটনা।”
স্থানীয় নয়া পাড়া জুনিয়র স্কুলের শিক্ষক অভিজিৎ দাসগুপ্ত বলেন, “প্রতিদিনই শিশুরা এখানে স্কুলে আসে। আজ সিমেন্ট বোঝাই গাড়ি শিশুকে পিষে দিয়েছে। আমাদের স্কুলের কোনও নিরাপত্তা নেই, দেওয়াল প্রয়োজন।”
সিপিএম- এর জেলা সম্পাদক পীযুষ মিশ্র খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয়। তিনি বলেন, “আমরা দুর্ঘটনার আশঙ্কা করেছিলাম, এই কারণে ১০ ফেব্রুয়ারি জেলা প্রশাসনকে দাবিপত্র তুলে দিয়েছিলাম নিরাপত্তার জন্য হিমঘরের সামনে। পুলিশ কোনও ব্যবস্থাই করেনি। এর জেরে এই দুর্ঘটনা।’
আইসি সঞ্জয় দত্ত বলেন, “ট্রাক চালককে গ্রেফতার করে আইনি পদক্ষেপ করা হয়েছে।”