পার্থ খাঁড়া, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২২ মার্চ: বৃষ্টি হলেই দীর্ঘদিন ধরে বিদ্যুৎহীনতার সমস্যায় ভুগছেন এলাকার মানুষ। অবশেষে ক্ষুব্ধ হয়ে রাস্তা অবরোধ করলেন এলাকাবাসীরা।
গোপীবল্লবপুর দু’নম্বর ব্লকের চৈনিশোল, পাঁচরুখি, আমদাপাল, বড় আসনবনী, রামচন্দ্রপুর, গোয়ালমারা সহ আশপাশের প্রায় ১০ থেকে ১৫ টি গ্রামে বিদ্যুৎ সমস্যা প্রায় দিন লেগেই থাকে। এলাকার বাসিন্দারা অভিযোগ করছেন, একটু বৃষ্টি হলেই এলাকায় বিদ্যুৎ থাকে না, রাতভর বিদ্যুৎ আসে না, কখনো কখনো ২৪ ঘণ্টার বেশি বিদ্যুৎ চলে যায়। গত দু’দিন ধরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে এলাকাজুড়ে আর তাতেই ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকছে না বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের।
তারা জানান, বাড়িতে বৃদ্ধা, ছোট বাচ্চা রয়েছে ফলে প্রচন্ড গরমে সমস্যায় পড়তে হয়। বিদ্যুৎ না থাকলে পানীয় জলের সমস্যায় পড়তে হয়, এই সমস্যা দীর্ঘ কয়েক বছরের। বহুবার বিদ্যুৎ দপ্তরে জানিও এর কোনো সুরাহা হয়নি। এ সমস্ত অভিযোগ তুলে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের চৈনিশোল বাসস্ট্যান্ডে আজ সকাল ৮ থেকে রাজ্য সড়কের রাস্তা অবরোধ করেন সাধারণ মানুষ। তড়িঘড়ি বেলিয়াবেড়া থানার পুলিশ ঘটনাস্থলে মোতায়েন করা হয়।