সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৩ মার্চ: বাঁকুড়া শহরে একের পর এক ল্যাপটপ চুরির কিনারা করল বাঁকুড়া সদর থানার পুলিশ।গতকাল পশ্চিম মেদিনীপুরের গড়বেতার চন্দ্রকোনারোড থেকে চুরি হওয়া দুটি ল্যাপটপ উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গত ৪ ও ৬ মার্চ, বাঁকুড়া শহরে ল্যাপটপ চুরির দুটি পৃথক ঘটনার মামলা দায়ের হয় বাঁকুড়া থানায়। ল্যাপটপ চুরির অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। এই তদন্ত চলাকালীন অপরাধস্থলের কাছে খালি পায়ে দুই তরুণীকে সন্দেহজনক অবস্থায় ঘোরাঘুরি করতে দেখে পুলিশের সন্ধেহ হয়। স্থানীয়দের বক্তব্য, এই দুই তরুণীকে প্রায়ই শহরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতে দেখা যায়। তাদের ধারণা বাড়িতে চুরি করার উদ্দেশ্যেই তারা ঘোরাঘুরি করত। গত ১৮ মার্চ বাঁকুড়ার হাজরা গলি থেকে এই দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদের সময় তারা জড়িত থাকার কথা স্বীকার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া ল্যাপটপগুলি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে যে, চুরি হওয়া ল্যাপটপগুলি পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানার চন্দ্রকোনা রোডে বিক্রি করা হয়েছিল। বাঁকুড়া পুলিশের একটি দল গতকাল সন্ধ্যায় সেখান থেকে চুরি হওয়া ল্যাপটপ দুটি উদ্ধার করেছে। পুলিশ সূত্রে জানাগেছে, এই চক্রে আর কত জন যুক্ত, তারা এখনও পর্যন্ত কী কী চুরি করেছে তা জানতে তদন্ত চলছে।