গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ২৯ সেপ্টেম্বর: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আরামবাগের বন্যা দুর্গতদের ত্রাণ বিলি করলেন। সঙ্গে ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি ও পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ, বিজেপি নেতা হেমন্ত বাগ-সহ আরোও অনেকে। এদিন বন্যা দুর্গতদের হাতে ত্রিপল, চিঁড়ে, মুড়ি, পানীয় জলের বোতল, খাদ্য সামগ্রী, বেবি ফুড, বিস্কুট তুলে দেওয়া হয়। বন্যা দুর্গতদের সঙ্গে কথা বলেন সুকান্ত মজুমদার।
এদিন ত্রাণ শিবির থেকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, আরামবাগ বন্যায় ভেসে গেছে। দুর্গত মানুষদের কিছু শুকনো খাবার দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জল ছাড়া নিয়ে কেন্দ্রকে ভর্ৎসনার উত্তর দিয়ে সুকান্ত মজুমদার বলেন, মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছে। জল ছাড়ার আগে রাজ্যকে চিঠি দিয়ে জানিয়েছিল। গত ৮০ হাজার কিউসেক জল ছেড়েছিল। পশ্চিমবঙ্গে অনেকগুলি বাঁধ থেকে জল ছেড়েছে। সেটা আমরা তথ্যপ্রমাণ দিয়েছি। বারবার মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন। গত বছরও ম্যান মেড বলেছিল। এবারও ম্যান মেড বলেছেন। আগামী দিনেও ম্যান মেড বলবেন।
অন্যদিকে মায়াপুরে ত্রাণ বিলি করে খানাকুলে বন্যা পরিদর্শনে যান সুকান্ত মজুমদার। মায়াপুরে বিজেপির পার্টি অফিসে বিজেপিতে যোগ দিলেন বিশিষ্ট ব্যবসায়ী বাসুদেব দে। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন সুকান্ত মজুমদার।