আমাদের ভারত, বাংলাদেশ, ২৯ সেপ্টেম্বর: বাংলাদেশে সাম্প্রদায়িক উস্কানিদাতা ও সম্প্রীতি বিনষ্টকারীদের অনতিবিলম্বে গ্রেফতারের দাবি জানালো ঐক্য পরিষদ।
রবিবার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ এই প্রতিবেদককে জানান, “ইনসাফ কায়েমকারী ছাত্র-জনতা’র কথিত ব্যানারে সর্বজনীন দুর্গাপুজোর তীব্র বিরোধিতা করে পূজার্থী হিন্দু সম্প্রদায়কে হুমকি সম্বলিত ধৃষ্টতাপূর্ণ ষোল দফা দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে। তাতে গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করছি।”
পরিষদের কেন্দ্রীয় কমিটির তরফে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, সাম্প্রদায়িক “উষ্কানিমূলক হিন্দুধর্ম অবমাননাকারী দাবিসমূহ প্রচারকারীদের অনতিবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিতের সরকারি উদ্যোগ নেওয়া না হলে পূজার্থীরা সাড়ম্বরে শারদীয় দুর্গাপুজোর আয়োজনে নিরুৎসাহিত হয়ে পড়বে এবং তার জন্য কোনও মতে তাদের দায়ী করা যাবে না।”
মণীন্দ্রবাবু বিবৃতিতে জানান, এ ধরণের দাবি চরমভাবে মানবাধিকার পরিপন্থী এবং নিরঙ্কুশ ধর্মীয় স্বাধীনতার চূড়ান্ত লঙ্ঘন। এ ধরনের ধর্মীয় বিদ্বেষপূর্ণ প্রচার আমরা বেশ কিছুদিন যাবৎ অব্যাহতভাবে লক্ষ্য করছি। কিন্তু তাদের দমনে সরকার কোনও উদ্যোগ না নেওয়ায় ভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের জনগণ গভীরভাবে উৎকন্ঠিত।”