Memorandum, Dehati Channel, দেহাটি খালের নিম্নাংশের আবর্জনা পরিষ্কারের দাবিতে জেলা শাসক ও সেচ দপ্তরের আধিকারিককে স্মারকলিপি

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৯ সেপ্টেম্বর: শনিবার থেকে কোলাঘাট ও শহিদ মাতঙ্গিনী ব্লকের অন্তর্গত সোয়াদিঘি খালের ভেতরে থাকা নলগাছ ও তার মধ্যে জমে থাকা পলি সহ নানা ধরনের আবর্জনা জেসিবি দিয়ে পরিষ্কারের কাজ শুরু হয়েছে।

অন্যদিকে কোলাঘাট ব্লকের ছয় নম্বর জাতীয় সড়ক বরাবর দেহাটি খালের নিম্নাংশে অনুরূপ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ওই ব্লকের বৃন্দাবনচক, সিদ্ধা-১ ও ২, সাগরবাড়, পুলসিটা প্রভৃতি গ্রাম পঞ্চায়েতের প্রায় ২০-২৫ টি গ্রাম ২০-২৫ দিনেরও বেশি সময় ধরে জলবন্দি হয়ে রয়েছে। এতে আমন ধান ও ফুলচাষের ব্যাপক ক্ষতি হয়েছে। বেশিরভাগ পুকুরের মাছ জলে ভেসে গেছে। বহু রাস্তা জলের তলায়। আর কয়েকদিন পরেই পুজোর মরশুম শুরু হতে চলেছে। অতি সত্বর দেহাটি খালের নিম্নাংশে(অর্থাৎ বরদাবাড় থেকে কোলাঘাট পর্যন্ত অংশ) জেসিবি লাগিয়ে জরুরি ভিত্তিতে পরিষ্কার করার দাবিতে পূর্ব মেদিনীপুর জেলা বন্যা-ভাঙ্গন প্রতিরোধ কমিটির পক্ষ থেকে আজ সেচ দপ্তরের সুপারিনটেন্ডিং ও এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে স্মারকলিপি দেওয়া হয়েছে।

কমিটির সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন, দেহাটি খালের নিম্নাংশ মজে থাকায় পাঁশকুড়া ও কোলাঘাট ব্লকের বিস্তীর্ণ অংশ জলবন্দি হয়ে রয়েছে। অবিলম্বে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *