পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৯ সেপ্টেম্বর: রবিবার বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার জেলা সভাপতি তন্ময় দাসকে সঙ্গে নিয়ে পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের গোলগ্রাম গ্রাম পঞ্চায়েতে বন্যায় ভেসে যাওয়া গ্রামগুলিতে ত্রাণ দিতে এসে রাজ্য সরকারকে কটাক্ষ করলেন। এদিন তিনি করন্দা, খাজুরি- সহ আশপাশের গ্রাম পরিদর্শন করে গ্রামবাসীর সঙ্গে কথা বলেন।
কলকাতায় আইএএস অফিসারের স্ত্রীকে ধর্ষণের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, যে রাজ্যে একজন আইএএস অফিসারের স্ত্রী নিরাপদ নয়, সেখানে সাধারণ মানুষ কীভাবে নিরাপদ থাকবে? রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়েছে, এমনটাই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।