কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৯ সেপ্টেম্বর: রবিবার ঘাটালে প্লাবিত এলাকার মানুষজনের হাতে ত্রাণ তুলে দিলেন মোহনবাগানের প্রাক্তন ফুটবলার দিব্যেন্দু বিশ্বাস। ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা বন্যা প্লাবিত। জল বিভিন্ন এলাকা থেকে কমতে শুরু করলেও বিভিন্ন গ্রামীন এলাকা এখনও প্লাবিত। ওইসব এলাকার মানুষজনকে যেমন সরকারি ত্রাণ দেওয়া হচ্ছে, পাশাপাশি বেসরকারি ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে।
ঘাটালের বন্যা প্লাবিত এলাকায় ত্রাণ সামগ্রী বিলি করলেন মোহনবাগানের প্রাক্তন ফুটবলার দিব্যেন্দু বিশ্বাস।
ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ দেব যোগাযোগ করেছিলেন দিব্যেন্দুবাবুর সাথে। প্রাক্তন বিধায়ক ও ফুটবলার দিব্যেন্দু বিশ্বাস ঘাটাল ব্লকের পান্না, নিমপাতা, অজবনগর সহ বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করেন। সাথে ছিলেন টাকি পৌরসভার ভাইস চেয়ারম্যান, ঘাটালের সাংসদ প্রতিনিধি রামপদ মান্না সহ অন্যান্যরা।
উল্লেখ্য, সাংসদ পরিবারের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় রান্না করা খাবার সহ ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে।