সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ৭ ডিসেম্বর: পুরুলিয়ায় দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে রাজ্য সরকারকে এক হাত নিলেন কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রী অর্জুন মুন্ডা। এদিন পুরুলিয়ার মানবাজার বিধানসভা এলাকায় দলের ‘গৃহ সম্পর্ক অভিযান’ এবং ‘আর নয় অন্যায়’ কর্মসূচিতে যোগ দেন। মান বাজারের ইন্দকুড়ি মোড় থেকে বাইক মিছিল করে পুঞ্চার ধাদকি গ্রামে সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোকে সঙ্গে নিয়ে পৌঁছান কেন্দ্রীয় মন্ত্রী। ওই গ্রামে অনুষ্ঠিত জনসভাতে বক্তব্য রাখতে গিয়ে অর্জুন মুন্ডা বলেন, “ক্ষমতা সকলকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য হয়। সকলের অধিকার খর্ব করার জন্য ক্ষমতা নয়।’ তিনি কেন্দ্রীয় সরকারের জনকল্যাণকর প্রকল্প রাজ্য সরকার রুপায়ণ না করার অভিযোগে সরব হন। তিনি বলেন, ‘আয়ুষ্মান ভারত যোজনা সকল মানুষের জন্য। কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই প্রকল্পকে কার্যকরী হতে দেয়নি। ওরা চায় না এই সাহায্য রাজ্যবাসী পাক। কিন্তু এই সুবিধা সকলের পাওয়া উচিত, তাহলে সকলেই উপকৃত হবেন।’
এছাড়াও তিনি বলেন, ‘মানুষের ভোট নিয়ে মানুষকেই মরাচ্ছে রাজ্য সরকার। জনতার অধিকার হনন করছে।’ অভিষেক ব্যানার্জির নাম না করে তাঁকে নিশানা করে অর্জুন মুন্ডা বলেন, ‘ধান্দাবাজদের ধান্দাবাজ হয়ে রয়েছেন ভাইপো। তিনি একটা ঠকবাজ।’ বক্তব্যের শেষে তিনি বলেন, আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে বিজেপির সকল কার্যকর্তা বেরিয়ে পড়েছেন। এবার আর নয় অন্যায়। আর অন্যায় বরদাস্ত নয়। এবার সংঘর্ষ হবে, সংগ্রাম হবে। এবার কলকাতায় ভারতীয় জনতা পার্টির পতাকা উড়বে।’
‘মানুষের ভরসা ছিল সিপিএমকে হঠিয়ে মমতা ব্যানার্জি কিছু কাজ করবেন। কিন্ত মমতা ব্যানার্জি সিপিএমেরও বাপ বেরোলো।’ ওই জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তীব্র কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা। জনসভায় উপস্থিত ছিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, জেলা বিজেপি সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী সহ অন্যান্য নেতাকর্মীরা।