আমাদের ভারত, কলকাতা, ৭ ডিসেম্বর: শিলিগুড়িতে দলীয় কর্মী উলেন রায়ের মৃত্যুতে বিচারবিভাগীয় তদন্তের দাবি করল বিজেপি। সোমবার রাজভবনে রাজ্যপালের কাছে শিলিগুড়ির ঘটনা নিয়ে অভিযোগ জানাতে যায় বিজেপির এক প্রতিনিধি দল। অভিযোগ জানিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথা জানান রাহুল সিনহা।
তিনি বলেন, মুখ্যমন্ত্রীর যদি গণতন্ত্রের প্রতি প্রেম থাকে তাহলে এর সঠিক তদন্ত করাবেন। বিজেপি মনে করে রাজ্য পুলিশকে দিয়ে তদন্ত করালে সঠিক তথ্য উঠে আসবে না। তাই কলকাতা হাইকোর্টের একজন বিচারপতিকে দিয়ে ঘটনার তদন্ত করাতে হবে। তাহলেই সঠিক হবে বলে মনে করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা।
উলেন রায়ের মৃত্যুর জন্য সরাসরি শিলিগুড়ি পুলিশকে দায়ী করেন বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় সম্পাদক। তিনি বলেন, পুলিশের লাঠির আঘাতে আমাদের দলীয় কর্মীর মৃত্যু হয়নি। পুলিশের গুলিতে আমাদের দলীয় কর্মীর মৃত্যু হয়েছে। সেই জন্য শিলিগুড়ি পুলিশের তদন্ত রাজ্য বিজেপি মানবে না বলেও জানিয়েছেন তিনি।