পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৯ সেপ্টেম্বর: ঘাটাল মহকুমা ও পার্শ্ববর্তী এলাকার বন্যা দুর্গতদের জন্য দুর্গাপুজো পর্যন্ত প্রতিদিন রান্না করা খাবার তুলে দেওয়ার ব্যবস্থা করছেন ঘাটালের সংসদ দীপক অধিকারী (দেব)। প্রতিদিন প্রায় চার হাজার জনকে ওই রান্না করা খাবার দেওয়া হচ্ছে।
সংসদ সদস্যের প্রতিনিধি রামপদ মান্না বলেন, চারদিন আগে থেকেই রান্না করা খাবার দেওয়া শুরু হয়েছে। দাদার ইচ্ছেয় পঞ্চমী বা ষষ্ঠী পর্যন্ত এই রান্না করা খাবার বিলি করা হবে। তিনি বলেন, ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষজন দেবকে শুধু সাংসদ বা অভিনেতা হিসেবেই চেনেন না। বরং ‘মানবিক’ দেবকেই বেশি চেনেন। ঘাটালের যে কোনও সমস্যায় দেব সবার আগে এগিয়ে আসেন। এর আগে সাংসদদের এভাবে এগিয়ে আসতে দেখা যেত না। এবার বন্যায় দেব এক সপ্তাহের মধ্যে দু’বার ঘাটালের বন্যা পরিদর্শন করে গিয়েছেন। আগামী বুধবারও তাঁর আসার কথা রয়েছে। দেবের উদ্যোগে বন্যা দুর্গতদের জন্য প্রতিদিন রান্না করা খাবার বিতরণ করা চলছে। এরই মধ্যে প্রায় ২০ হাজার জনকে রান্না করা খাবার পরিবেশন করা হয়েছে। পুজোর দিন গুলোতেও একই ভাবেই এই কর্মসূচি বহাল থাকবে।