আমাদের ভারত, ২৯ সেপ্টেম্বর: কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে জুনিয়র ডাক্তারদের আন্দোলন তৃতীয় দিনে পড়লো। এই তৃতীয় দিনের অবস্থান বিক্ষোভ এবং কর্মবিরতিতে জুনিয়র ডাক্তারদের সাথে কথা বলতে আসেন নবনির্বাচিত কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তার সঙ্গে আসেন উত্তর চব্বিশ পরগনার জেলা সভাপতি তাপস মজুমদার, রাজ্য নেতৃত্ব কল্লোল মুখার্জি সহ জাতীয় কংগ্রেসের নেতৃত্বরা।
তারা যখন অবস্থান বিক্ষোভ মঞ্চে আসেন সেই সময় জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে গো ব্যাক স্লোগান দেওয়া হয় এবং একই সঙ্গে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে জানানো হয়, আমাদের এই মঞ্চটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়। কোনো রাজনৈতিক রং এই মঞ্চে লাগাতে আমরা দেব না। আমাদের এই আন্দোলনে সাধারণ মানুষ সঙ্গে রয়েছে, তারা আমাদের আন্দোলনের সাথে রয়েছে। আমরা এই আন্দোলনে কোনো রাজনৈতিক রঙ লাগাতে দেব না। এই মঞ্চ থেকে শুভঙ্কর সরকার এবং জাতীয় কংগ্রেসদের নেতৃত্বকে দেখে গো ব্যাক শ্লোগান দেওয়া হয়।