আমাদের ভারত, নদিয়া, ২৯ সেপ্টেম্বর: ভর সন্ধ্যায় চুরির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হলো এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শান্তিপুর ব্লকের বেলঘরিয়া গ্ৰাম পঞ্চায়েতের বেলেমাঠ লোকনাথ মন্দির সংলগ্ন এলাকায়।
পরিবার সুত্রে খবর, চুরির ঘটনা ঘটার সময় বাড়িতে বয়স্ক মানুষ একা ছিলেন। পরিবারের বাকি সদস্যরা কেউ বাড়িতে ছিলেন না। সন্ধে সাড়ে ছয়টা নাগাদ ঘরে ঢুকে তারা দেখেন কম্পিউটার উলটপালট হয়ে পড়ে রয়েছে। পাশের ঘরে উঁকি মারতেই দেখেন আলমারি খোলা। আর ঠিক তখনই তাদের চুটির ঘটনা নজরে আসে। আলমারির তলার তাকে কাগজের ভিতরে লুকিয়ে রাখা নগদ তিরিশ হাজার টাকা উধাও। আরো দু’ হাজার টাকা উপরে উপরের তাকে রাখা ছিল, সেটাও উধাও। মোট বত্রিশ হাজার টাকা চুরি যায়।
পরিবারের অনুমান বাড়ির পাঁচিল টপকে ছাদের সিঁড়ি বেয়ে ঘরে ঢুকে চুরি করেছে চোরের দল। তবে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে পরিবারের তরফ থেকে। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমেছে শান্তিপুর থানার পুলিশ। তবে ঐ বাড়িতে আগেও চুরি হয়েছে বলে দাবি করেন পরিবারের সদস্যরা।