আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২০ জানুয়ারি: বচসার সময় মেসোকে ভোজালি দিয়ে খুন করার অভিযোগ উঠেছেন ভাইপোর বিরুদ্ধে। রবিবার রাত দেড়টা নাগাদ ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম শহরের ১২ নম্বর ওয়ার্ডে। মৃতের নাম চিন্ময় পাত্র এবং অভিযুক্তের নাম রাজু হাজরা। ঘটনার সময় দুজনেই মদ্যপ অবস্থায় ছিল বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। ঝাড়্গ্রাম থানার পুলিশ আজ ভোরে অভিযুক্ত রাজু হাজরাকে গ্রেফতার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, রবিবার রাতে ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিবেক হাজরার ছেলে রাজু হাজরার সঙ্গে তার মেসো চিন্ময় পাত্রের বচসা চলাকালীন দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। এই সময় রাজু তার মেসোর বুকে ধারাল অস্ত্র দিয়ে পরপর কয়েকবার কোপ মারে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন চিন্ময় পাত্র। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঝাড়গ্রাম জেলা হাসপাতালে ভর্তি করলে আজ ভোরে মারা যান।