সোমবার থেকে শুরু হল জঙ্গলমহল উৎসব 

আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২০ জানুয়ারি: সোমবার থেকে ঝাড়গ্রাম শহরের ননীবালা বয়েজ হাই স্কুলের মাঠে শুরু হয়েছে রাজ্য স্তরীয় জঙ্গলমহল উৎসব। এদিন সন্ধ্যায় উৎসবের সূচনা করেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষদের লোকসংস্কৃতিকে তুলে ধরতে রাজ্য সরকার এই জঙ্গলমহল উৎসবের উপর বিশেষ গুরুত্ব দিয়েছে। জঙ্গলমহলের মানুষের নাচ গান কৃষ্টি চেতনাকে বিশেষ মর্যাদা দিয়েছে এই সরকার। এই উৎসবের মধ্য দিয়ে তাদের কৃষ্টি-সংস্কৃতিকে সামনে তুলে আনার প্রচেষ্টা করা হয়েছে। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া এইসব মানুষদের এতদিন ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল। আমরা তাদের ভাবনা চেতনাকে জাগানোর উদ্যোগ নিয়েছি। উৎসবের মাধ্যমে তাদের সাংস্কৃতিক বিকাশ ও জাগরণ ঘটানোর উদ্যোগ নেওয়া হয়েছে। জঙ্গলমহলের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও ঝাড়গ্রাম জেলার ৭২টি ব্লকে জঙ্গলমহল উৎসব হয়েছে। তারপর তাদের জেলাতে হয়েছে এই উৎসব। জেলার উৎসব শেষ হওয়ার পর ঝাড়্গ্রাম শহরে আজ থেকে পঁচিশ জানুয়ারি পর্যন্ত জঙ্গলমহল উৎসব চলবে।

পার্থ চট্টোপাধ্যায় বলেন, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও পশ্চিম মেদিনীপুর জেলায় রাজ্য স্তরের জঙ্গলমহল উৎসব না হয়ে ঝাড়গ্রামে সেই উৎসব করার গুরুত্ব হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার বার বলেন ঝাড়গ্রামকে বিশেষভাবে দেখতে হবে। ঝারগ্রামের সর্বাঙ্গীণ উন্নয়ন ঘটাতে হবে। শিক্ষামন্ত্রী বলেন, এবারের জঙ্গলমহল উৎসবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে একশো তেত্রিশটি লোকশিল্পীদের দল এবং এক হাজার ছয়শো শিল্পী অংশগ্রহণ করবে। এবারের ছয়দিনের ষষ্ঠতম জঙ্গলমহল উৎসবে কারিগরি হাট প্যাভিলিয়ন এবং বিভিন্ন দপ্তরের স্টল সহ সবকিছুই থাকছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *