পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৪ মে: পড়াশোনার প্রতি আগ্রহ গড়ে তুলতে শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড শহর সংলগ্ন নয়াবসত এলাকায় অপরাজেয় স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শিশুদের দেওয়া হলো শিক্ষা সামগ্রী। জানা গিয়েছে, এদিন ৮৫ জন খুদে পড়ুয়ারাদের হাতে তুলে দেওয়া হয় শিক্ষা সামগ্রী।
এদিন সংগঠনের তরফে উপস্থিত ছিলেন দীপক চৌধুরী, প্রসেনজিৎ কুণ্ডু, পলাশ ঘোষ, দিব্যেন্দু সিংহ রায়, চিরঞ্জিত রানা, অমর ঘোষ সহ অন্যান্য সংগঠনের সদস্যরা। পাশাপাশি আগামী দিনেও এই ধরনের কর্মসূচি গ্রহণ করা হবে বলে সংগঠনের তরফে জানানো হয়েছে।