পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৪ মে: বাঁকুড়া জেলার মুকুটমণিপুর জলাধার থেকে জল ছাড়ার কারণে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা দু’ নম্বর ব্লকের পাথরবেড়িয়া এলাকার উপর দিয়ে বয়ে যাওয়া শিলাবতী নদীর জল বেড়ে গেছে। এর কারণে অস্থায়ীভাবে পারাপারের জন্য রাস্তাটি হঠাৎই ভেঙ্গে যায়। এর ফলে ছাত্র-ছাত্রী, সবজি চাষি এবং নিত্যযাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। বাঁকুড়া সীমান্তের শহর এলাকার মানুষজন তাদের নিত্যপ্রয়োজনে হুমগড় শহরে আসেন। এই বাইপাস রাস্তাটি ভেঙ্গে যাওয়ায় তাঁদের যাতায়াত ব্যাহত হচ্ছে। কিন্তু ভেঙ্গে যাওয়ার আগে বেশ কয়েকজন ছাত্র-ছাত্রী ও কৃষকেরা হুমগড় এসেছিলেন, মফেরার পথে এই পরিস্থিতি দেখে তাঁরা চমকে যান।
এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল, পারাপারের জন্য একটি সেতু নির্মাণের। নতুন কংক্রিটের সেতুর নির্মাণের কাজ চলাকালীন বিকল্প পথ হিসেবে তৈরি করা হয়েছিল অস্থায়ীভাবে এই কাঁচা রাস্তা। কিন্তু এর আগে এখানে একটি কাঠের সাঁকো ছিল, যা অনেক আগেই ভেঙ্গে গিয়েছিল। বর্তমানে শিলাবতী নদী পারাপারের একমাত্র যোগাযোগ মাধ্যম হলো নৌকা। তাই ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত শুরু করেছে এলাকার ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ। এতে যে কোনো সময়ে ঘটে যেতে পারে অপ্রীতিকর ঘটনা। এই পরিস্থিতির মাঝেও চলছে ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত।
এলাকাবাসীদের বক্তব্য, খুব তাড়াতাড়ি প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা না নেওয়া হলে যে কোনো সময়ে ঘটে যেতে পারে দুর্ঘটনা।