পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৪ মে: পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বীর সৈনিকদের “অপারেশন সিঁদুরের” পর বীর সৈনিকদের প্রতি কৃতজ্ঞতা জানাতে জাতীয় পতাকা হাতে নিয়ে পথে নেমেছে গোটা ভারতবাসী। শনিবারে বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা শহরে বীর সৈনিকদের কৃতজ্ঞতা জানাতে জাতীয় পতাকা হাতে নিয়ে তিরঙ্গা যাত্রার মধ্যে দিয়ে মিছিল করলো নাগরিক মঞ্চ।
এদিন বীর সৈনিকদের কৃতজ্ঞতা জানাতে গোটা শহর পরিক্রমা করে এই তিরঙ্গা যাত্রা। এই তিরঙ্গা যাত্রায় এদিন কয়েকশো সাধারণ মানুষ সামিল হন।