Bridge, Chandrakona, প্রবল বৃষ্টিতে ধ্বসে গেল সাঁকোর বেশ কিছু অংশ, সমস্যায় ১২টি গ্রামের মানুষ

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৪ মে: পশ্চিম মেদিনীপুর ও হুগলি জেলার প্রায় ১০ থেকে ১২টি গ্রামের মানুষের যাতায়াতের জন্য একমাত্র ভরসা ছিল চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত দ্বারখোলা গ্রামের রোঙার সাঁকো। দীর্ঘদিন ধরেই এর অবস্থা ছিল বেহাল। গতকাল বৃষ্টির কারণে ধসে পড়ে খালের পাড়। আর তাতেই ভেঙ্গে পড়ে যাতায়াতের সেতুর কিছুটা অংশ। যাতায়াত বন্ধ হয়ে যায় এলাকার সাধারণ মানুষের। ঘুর পথে প্রায় ৭ থেকে ৮ কিলোমিটার ঘুরে মেদিনীপুর জেলা থেকে হুগলি জেলায় যেতে হচ্ছে সাধারণ মানুষজনদের। যার ফলে চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষজন।

এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি, এই খালের ওপর অস্থায়ী কাঠের সেতু সরিয়ে তৈরি হোক কংক্রিটের তৈরি ব্রিজ। কিন্তু প্রতিবারই ভোটের সময় মেলে প্রতিশ্রুতি, কিন্তু হয় না কোনো কাজ, এমনই অভিযোগ এলাকাবাসীদের। ব্রিজ ভেঙ্গে যাওয়ায় সম্পূর্ণভাবে যোগাযোগ বন্ধ। প্রশাসনের তরফ থেকে চালানো হচ্ছে নজরদারি। ঘিরে দেওয়া হয়েছে ব্রিজের দুই পাড়ের অংশ। এলাকার মানুষের দাবি, দ্রুত সেতু মেরামত করে যাতায়াতের সুবিধে করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *