বোলপুরে তৃণমূলের দুই নেতা–নেত্রীর পদত্যাগ

আশিস মণ্ডল, রামপুরহাট, ১৬ ডিসেম্বর : দিন তিনেক পরেই বোলপুর আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগে তৃণমূল ছেড়ে দলকে অসস্তিতে ফেললেন দুই প্রাক্তন কাউন্সিলর। যদিও এনিয়ে দলীয় তরফ থেকে কোনও মন্তব্য করা হয়নি।

২০ ডিসেম্বর বোলপুরে আসছেন অমিত শাহ। ওইদিন রোড শো করার পাশাপাশি দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক রয়েছে তাঁর। তার আগেই বুধবার তৃণমূল ছাড়লেন বোলপুর পুরসভা ৩ নম্বর ওয়ার্ডের সম্প্রতি প্রাক্তন কাউন্সিলর। কাউন্সিলররা হলেন অরূপ রায় ও তার স্ত্রী শেলী রায়। আজ বোলপুরে নিজেদের বাস ভবনে সাংবাদিক বৈঠক করে তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেন তারা।

অরূপবাবু ২০১০ সালে পুরসভার তৎকালীন চেয়ারম্যান কংগ্রেসের তপন সাহাকে হারিয়ে কাউন্সিলর হয়েছিলেন। তার পাঁচ বছর পর ২০১৫ সালে স্ত্রী শেলি রায় কাউন্সিলর হন একই ওয়ার্ড থেকে। সদ্য তিনি প্রাক্তন হন। বর্তমানে তিনি পুরসভার কো-অর্ডিনেটর। তাদের অভিযোগ তারা দলে যোগ্য সম্মান পাচ্ছেন না। বোলপুরের তৃণমূলের শীর্ষ নেতৃত্বের দিকেও তারা অসহযোগিতার অভিযোগ তুলেছেন। অরূপবাবু বলেন, “দল ছাড়লেও এখনই অন্য দলে যোগদান করবেন না। শুধুমাত্র দলে সম্মান এবং কাজ করার সুযোগ না পেয়ে পদত্যাগ করলেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *