পুরুলিয়ার বোরোতে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিল ২০টি মুসলিম পরিবার

সাথী দাস, পুরুলিয়া, ১৬ ডিসেম্বর: দলের কার্যকলাপের উপর বিতৃষ্ণার জন্মে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিল ২০টি মুসলিম পরিবার। আজ মানবাজার ২ ব্লকের বোরোর বারি অঞ্চলের জাওড়া গ্রামে আনুষ্ঠানিকভাবে দলত্যাগীদের হাতে দলীয় পতাকা তুলে দেন সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি আব্দুল গাফফার আনসারী।

এদিন বিজেপির একটি পথসভা হয়। তার পরে ওই এলাকার বাসিন্দা সেলিম আনসারীর নেতৃত্বে ২০টি তৃণমূল কংগ্রেস সমর্থিত মুসলিম পরিবারের প্রায় ১০০ জন ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন।

সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি আব্দুল গাফফার আনসারী বলেন, “আমরা দেশপ্রেমি মুসলিম। আমরা ভারত মাতা কি জয় বলি। আমরা দেশ মা, বাংলা মায়ের কদম চুমি ওয়াক্তে ওয়াক্তে সারাদিনে পাঁচ বার। তাই, তোষণের নামে শোষণ ও শাসন দিয়ে আমাদের আটকে রাখতে পারবে না বর্বর তৃণমূল সরকার।  মানুষের প্রতি তাদের অত্যাচার ও দুর্নীতির গাঁথা ঢাকানোর জন্য আজ দুয়ারে সরকার এনেছে। ২০২১’র পর বাংলার জনগণ তাদের সর্বশান্ত করে পথে টেনে নাবাবেন।”

এদিন দলীয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা ও স্থানীয় বিজেপির সংখ্যালঘু মোর্চা সহ বিভিন্ন মোর্চার পদাধিকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *